শাজাহানপুরে সাজাপুর হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ্ মাঠ কমিটির উদ্যোগে সুধি সমাবেশ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে সাজাপুর দক্ষিণ পূর্বপাড়া তালীমূল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও ঈদগাহ্ধসঢ়; মাঠ কমিটির উদ্যোগে সুধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বাদ জুম্মা অনুষ্ঠিত সুধি সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব নাছির উদ্দিন বাবলুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম মুক্তা, আওয়ামীলীগ নেতা মাহফুজার রহমান বাবলু, এইচ কামাল জুয়েল, উপজেলা যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান লিটন, ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন স্বপন, উপজেলা যুবলীগ নেতা বাকি বিল্লাহ্ , ইমাম হোসেন, শাহাদত হোসেন, স্বেচ্ছাসেবকলীগ নেতা রুবেল সরকার, রুবেল মন্ডল, জেলা ছাত্রলীগ নেতা সেলিম রেজা প্রমুখ।