fbpx
ধুনটবগুড়া জেলার সংবাদ

ধুনটে পল্লী চিকিৎসক যুবলীগ নেতার হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ

বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনট উপজেলা যুবলীগের সদস্য পল্লী চিকিৎসক আব্দুস সবুরের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহস্পতিবার বিকেলে ৪টায় নিমগাছী ইউনিয়নের নান্দিয়াপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে নিহত আব্দুস সবুরের দাফন শেষে উক্ত কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচীতে নিমগাছী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতিআজমত হক, আওয়ামী লীগ নেতা শাহ আলম, দেলোয়ার হোসেন দুলু, উপজেলা যুবলীগের সহসভাপতি নাজমুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ও সাবেক নিমগাছী ইউপি চেয়ারম্যান সুজাউদ্দৌলা রিপন, ব্যবসায়ী আলহাজ্ব বাবু, সমাজসেবক রাফিউল বারী রাসেল, তারেক হোসেন, সাইদ হোসেন, মানিক মিয়া, তইবর রহমান, রহমান মিয়া ও সোলায়মান আলীসহ এলাকার বিভিন্ন শ্রেণীপেশার জনসাধারণ অংশ নেন। উল্লেখ্য, উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ারপাড়া গ্রামের আব্দুর রহিম ফকিরের ছেলে ধুনট উপজেলা যুবলীগের সদস্য পল্লী চিকিৎসক আব্দুস সবুরের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের জনাব আলীর ছেলে নিমগাছী ইউনিয়ন যুবলীগের বহিস্কৃত সাধারন সম্পাদক কামরুল ইসলামের বিরোধ চলে আসছিল। বুধবার দুপুর ২টায় আব্দুস সবুরকে মোবাইলফোনে ডেকে নিয়ে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও হাত-পায়ের রগ কেটে হত্যা করে কামরুল ও তার লোকজন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করে। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং হত্যাকান্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে। 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six + fourteen =

Back to top button
Close