fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুর বীরকেদার ইউ পির সদস্য আলেফ উদ্দিন (পুটু)’র শপথ গ্রহণ

বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বীরকেদার ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য আলেফ উদ্দিন (পুটু)’র শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। আলেফ উদ্দিন (পুটু)কে শপথ গ্রহণ করান কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান, বীরকেদার ইউ পি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক ছেলিম উদ্দিন, দূর্গাপুর ইউ পি চেয়ারম্যান ও দূর্গাপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বদরুজ্জামান খান (বদের), বীরকেদার ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন সহ বীরকেদার ইউ পির অন্যান্য সদস্যবৃন্দ। উল্লেখ্য যে, গত ১৪ অক্টোবর/১৯ইং তারিখে ইউ পি সদস্য পদে উপ-নির্বাচনে বীরকেদার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আলেফ উদ্দিন সরদার (পুটু) বিপুল ভোটে নির্বাচিত হন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 3 =

Back to top button
Close