বগুড়া জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ দম্পতি কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মা ও কমিউনিটি পুলিশিং শাখার এস আই অর্চনা রানী বর্মা পুরস্কৃত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় অক্টোবর/১৯ইং মাসের কৃতকাজের উপর ভিত্তি করে বিভিন্ন পর্যায়ের ২২ জন পুলিশ কর্মকর্তাকে সম্মাননা স্মারক এবং ২৪ জনকে অর্থ পুরস্কার সর্বমোট ৪৬ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়েছে। এবারে মাসিক কল্যাণ সভায় পুলিশ দম্পতি পুরস্কৃত হয়েছেন। গ্রেফতারী পরোয়ানা তামিল করায় কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মাকে দেওয়া হয়েছে অর্থ পুরস্কার এবং তার সহধর্মিনী বগুড়া পুলিশ অফিস কমিউনিটি পুলিশিং শাখার এস আই (নিরস্ত্র) অর্চনা রানী বর্মাকে বয়স্ক, নারী, শিশু ও প্রতিবন্ধী হেল্প ডেক্র কার্যক্রমে অবদান রাখায় শ্রেষ্ঠ নারী এস আই হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সভায় সম্মাননা স্মারক ও অর্থ পুরস্কার প্রদান করেন বগুড়া জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম (বার)। এ সময় উপস্থিত ছিলেন জেলার পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার যথাক্রমে আব্দুল জলিল পিপিএম, সফিজুল ইসলাম ও মোকবুল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সনাতন চক্রবর্তী, সহকারী পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহমেদ রাজিউর রহমান, কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম সহ জেলার সকল সার্কেল অফিসার, সকল থানার অফিসার ইনচার্জবৃন্দ এবং জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।