লবণের মূল্য বৃদ্ধির গুজবে মরিয়া ক্রেতা সাধারন ॥ গুজবে কর্ণপাত না করতে প্রশাসনের উদ্যোগ
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : হঠাৎ লবণের মূল্য বৃদ্ধির গুজবে মরিয়া হয়ে উঠেছে ক্রেতা সাধারন। প্রয়োজনের অতিরিক্ত লবণ মজুদ করে রাখতে বগুড়ার শাজাহানপুরের বিভিন্ন হাট-বাজার ও বন্দরের দোকান গুলিতে হুমড়ি খেয়ে পড়ছে ক্রেতারা। হঠাৎ চাহিদা বেড়ে যাওয়ায় বেশী মুনাফা লাভের আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করেছেন এক শ্রেণী অসাধু ব্যবসায়ীরা। অপর দিকে গুজবে কর্ণপাত না করতে উপজেলার বিভিন্ন বন্দরে বন্দরে গিয়ে জনসাধারন ও বিক্রিতাদের মাঝে সচেতনতামূলক প্রচারনা চালান উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু এবং নির্বাহী অফিসার মাহমুদা পারভীন ও মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা। মঙ্গলবার বিকেলে উপজেলার দুবলাগাড়ী হাটে সরেজমিনে দেখা গেছে, হাটের ৪-৫টি লবণের দোকানে হুমড়ি খেয়ে পড়েছে ক্রেতারা। ক্রমেই লবণের দাম বৃদ্ধি পেতে পারে এই আশংকায় প্রয়োজনের অতিরিক্ত লবণ ক্রয় করছেন ক্রেতারা। এই সুযোগে বিক্রেতারাও বাজার দরের বেশী দামে লবণ বিক্রি করছেন। আব্দুল হাকিম নামে দুবলাগাড়ী হাটের খাজনা আদায়কারী জানান, হঠাৎ করেই লবণের বাজারে ক্রেতাদের ভীড় দেখে এগিয়ে যান। ক্রেতার হুমড়ি খেয়ে লবণ কিনছেন। বিক্রেতারা এই সুযোগে বাজার দরের বেশী দামে বিক্রি করতে দেখে নিষেধ করেন। স্বাভাবিক বাজার দর ছিল ১৫-১৬ টাকা কেজি। কিন্তু গুজবের কারণে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা ৪০ টাকা কেজি পর্যন্ত বিক্রি করেছে। খবর পেয়ে থানার পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ ফোর্সসহ দুবলাগাড়ী হাটে পৌছিলে পুলিশের উপস্থিতি দেখে বাজার দর স্বাভাবিক হয়। পুলিশ ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, খবর পেয়ে তৎক্ষনাত ফোর্সসহ দুবলাগাড়ী হাটে গিয়ে ব্যবসায়ীদের বাজার দরের বেশী বিক্রি করতে নিষেধ করা হয়েছে। এরপর স্বাভাবিক বাজার দরেই ক্রয় বিক্রয় হয়েছে