fbpx
বগুড়া জেলার সংবাদশাজাহানপুর

পিঁয়াজ চুরি!

বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : লাগামহীন মূল্য বৃদ্ধির কারণে একদিকে যেমন পিঁয়াজের প্রতি সাধারন মানুষের নাভিস্বাস উঠেছে অপর দিকে পিঁয়াজ চুরির প্রতি ঝুকে পড়েছে চোরেরা। চোরদের কাছে পিঁয়াজ এখন মহামূল্যবান। তাইতো গভীর রাতে প্রাচীর টপকে বসতবাড়িতে ঢুকে অন্যান্য জিনিসপত্র রেখে পিঁয়াজ চুরির ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে বগুড়ার শাজাহানপুর উপজেলার রহিমাবাদ সি-ব্লক এলাকায়। রহিমাবাদ সি-ব্লক এলাকার অবসরপ্রাপ্ত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মৃত একেএম ওসমান গনির পুত্র হাফেজ রাশেদুল ইসলাম জানান, তার জন্মস্থান পাবনা সদর উপজেলার রাধানগর গ্রামে। বর্তমানে সি-ব্লক এলাকায় বসতবাড়ি নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করছে। তিনি স্থানীয় ইয়াহইয়া উল উলুম মাদ্রাসায় স্বল্প বেতনে হেফজ হুজুর পদে চাকরী করেন। বাজারে পিঁয়াজের মূল্য বৃদ্ধি পাওয়ায় কয়েক দিন আগে তার এক খালা দেশের বাড়ি থেকে ১৪-১৫ কেজি পিঁয়াজ পাঠিয়ে দেন। সোমবার সকালে তার স্ত্রী রান্না করতে গিয়ে দেে একটি পিঁয়াজও নেই। সাথে ২-৩ কেজি পরিমান আদা ও রশুনও নেই। গভীর রাতে কে বা কারা প্রাচীর টপকে বাড়ির ভিতরে ঢুকে সেলফে রাখা পিঁয়াজ ও আদা-রশুন চুরি করে নিয়ে গেছে। অথচ চোরেরা ইচ্ছে করলে গ্যাসের চুলা, প্রেসার কুকার, কারিকুরার সহ অন্যান্য দামি জিনিসপত্র চুরি করে নিয়ে যেতে পারতো। এঘটনায় প্রতিবেশীদের মাঝে চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পাশাপাশি পিঁয়াজ রক্ষায় বাড়তি সতর্কতা দেখা দিয়েছে। প্রতিবেশী এক নারী জানান, দিন দিন পিঁয়াজের মূল্য বৃদ্ধির কারণে এমনিতেই রান্নাতে কম পরিমানে পিঁয়াজ ব্যবহার করছেন। তার উপর চোরের উপদ্রব। এই ঘটনার পর থেকে তিনি বাড়তি সতর্কতার সাথে পিঁয়াজ সংরক্ষন করে রেখেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − 10 =

Back to top button
Close