কাহালুতে ৪০ দিনের কর্মসূচীর কাজ পরিদর্শন করলেন ইউএনও মাছুদুর রহমান
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : মঙ্গলবার কাহালু উপজেলা কোয়াটার সংলগ্ন ৪০ দিনের কর্মসূচীর শ্রমিক দ্বারা ভরাটকৃত নয়নজলি মাটি খননের মাধ্যমে সংস্কার কাজ পরিদর্শন করেন কাহালু উপজেলা নির্বাহী অফিসার মোঃ
মাছুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), কাহালু সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহকারি অধ্যাপক পি এম বেলাল হোসেন, কালাই ইউ পি চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আবু তাহের সরদার (হান্নান), উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুর আলম, উপ-সহকারী প্রকৌশলী মায়িশা মাছুমা, কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদক এম এ মতিন প্রমূখ। উল্লেখ্য যে, কাহালু উপজেলা এলাকায় পরিবেশ দূষণ মুক্ত ও সৌন্দর্য বর্ধন কল্পে কাহালু উপজেলা নির্বাহী অফিসার পর্যায়ক্রমে প্রতিটি ইউনিয়ন হতে চল্লিশ দিনের কর্মসূচীর শ্রমিক দ্বারা উক্ত নয়নজলির মাটি খনন করে দীর্ঘ সময়ের জরাজীর্ণ পরিত্যাক্ত বর্জ্য বা আর্বজনা পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেন।