বগুড়া সদরের গোকুল টু রামশহর রাস্তায় নিম্ন মানের কাজ করাকালে এলাকাবাসী কর্তৃক বন্ধ করে দিয়েছে..
বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : বগুড়া সদরের গোকুল গ্রামীন ব্যাংক থেকে রামশহর পূর্ব পাড়া পাকা রাস্তা পর্যন্ত রাস্তায় নিম্ন ইট,খোয়া ও রেজিং ছাড়াই কাজ করা কালে এলাকাবাসী কর্তৃক ক্ষুব্ধ হয়ে কাজ বন্ধ করে দিয়েছে। সরেজমিনে সোমবার সন্ধ্যায় গিয়ে জানা যায়,বগুড়া বন্ধু ট্রের্ডাস নামের ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে মোঃ খোবায়েদ হোসেন উল্লেখিত রাস্তায় কাজ করে আসছিলেন,এলাকাবাসীর দাবী রাস্তায় ৩নং ইট, খোয়া ও রেজিং ছাড়াই দিয়ে দায় সারা ভাবে কাজ করছিলো ঐ প্রতিষ্ঠানের ঠিকাদার। বিষয়টি এলাকাবাসী স্থানীয় গোকুল ইউপি চেয়ারম্যান মোঃ সওকাদুল ইসলাম সরকার সবুজ ও ইউপি সদস্য মোঃ সাজেদুল ইসলাম সুজনকে জানাইলে তারা সরেজমিনে যান কাজ পরিদর্শন করেন এবং ভালোভাবে কাজ করার জন্য ঐ ঠিকাদারী প্রতিষ্ঠানের দ্বায়িত্বরত রমজান আলী ও কুদরত-ই এলাহীকে আহব্বান জানান।কিন্ত তারা তাদের কথায় কোন কর্নপাত না করেই নিম্ন মানের ইট,খোয়া, রেজিং ছাড়াই কোনমতে দায়সারা ভাবে কাজ করে আসছিলেন সোমবার বিকালে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে স্থানীয় ইউপি সদস্য সাজেদুল ইসলাম সুজনের সহযোগিতায় কাজ বন্ধ করে দেন।