শেরপুরে মুক্তিযোদ্ধা আকিম উদ্দিন স্মরণে দোয়া মাহফিল ও মৃত ভাতা প্রদান
বগুড়া সংবাদ ডটকম ( শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : বগুড়ার শেরপুর উপজেলা দলিল লেখক সমিতির আয়োজনে ১৭ নভেম্বর রোববার দুপুরে নিজ কার্যালয়ে দলিল লেখক বীর মুক্তিযোদ্ধা মরহুম আকিম উদ্দিনের স্মরণে আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল ও মরণ ভাতা প্রদান করা হয়েছে। দলিল লেখক সমিতির সভাপতি এসএম ফেরদৌসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, খানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও দলিল লেখক সমিতির উপদেষ্টা আলহাজ¦ মতিয়ার রহমান মতি, মো. আলেক উদ্দিন, আব্দুল মতিন, সহ সভাপতি ওবায়দুর রহমান, লোকমান হোসেন, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন, মরহুমের ছেলে রাশেদুল হক, ফরহাদ হোসেন, ফেরদৌস জামান, জামাতা ওয়াজেদ আলী, সংগঠনের কার্যকরি সভাপতি, শাহিন আলম, যুগ্ম সম্পাদক সম্পাদক সজিব দাস সাজু, ফিরোজ সিদ্দিকী সবুজ, হাবিবর রহমান সুমন, সাংগঠনিক নাসিম মাহমুদ, সহ সাংগঠনিক আবু বকর সিদ্দিক, নূরে আলম সানি, কোষাধক্ষ ফরহাদ হোসেন তালুকদার, দপ্তর সম্পাদক আলাউদ্দিন আল আজাদ, সাংস্কৃতিক সম্পাদক অনিমেষ রায়, সদস্য সাইফুল ইসলাম মিণ্টু, আব্দুল মোত্তালিব সহ সমিতির অন্তর্ভুক্ত দলিল লেখকরা। অনুষ্ঠানে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া পরিচালনা করেন সংগঠনের উপদেষ্টা আলেক উদ্দিন। শেষে মরহুমের ছেলেদের হাতে নগদ ২ লাখ টাকা তুলে দেয়া হয়।