কাহালুতে ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করলেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : রোববার বগুড়ার কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রের হলরুমে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, জাইকা ও উপজেলা পরিষদের যৌথ আয়োজনে ডায়াবেটিস্ধসঢ়;, হাইপার টেনশন, হার্ট এ্যাটাক, স্ট্রোক ক্যানসার ও অন্যান্য ব্যাধি প্রতিকার ও প্রতিরোধ বিষয়ে স্বাস্থ্য বিভাগের মাঠকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকদের সচেতনতা বৃদ্ধিমূলক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথিহিসেবে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কাহালু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মুহাম্মদযাকারিয়া রানা, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ অর্ণব কুমার চৌধুরী, উপজেলা পরিচালন ও উন্নয়ন কর্মকর্তা ফারজানা পারভীন, ইউ পিচেয়ারম্যান মোঃ ছেলিম উদ্দিন, আলহাজ্ব মোঃ মিটু চৌধুরী, আলহাজ্ব মোঃ আবু তাহের সরদার (হান্নান), বদরুজ্জামান খান (বদের), মর্জিনা বেগম,কাহালু মডেল প্রেসক্লাবের সভাপতি ইউনুস আলী টনি, সাধারণ সম্পাদকএম এ মতিন সহ ইউ পি সচিব, ইউ পি সদস্য ও সাংবাদিকবৃন্দ। প্রশিক্ষণের ১ম দিনে ৪২ জন অংশগ্রহন করেন।