বুড়িগঞ্জের ছাতড়া পীরে আজুজ কাসেমিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউপির ছাতড়া পীরে আজুজ কাসেমিয়া এবতেদায়ী মাদ্রাসার ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ, শিক্ষায় ভালো ফলাফল করা বিষয়ক আলোচনা সভা ও বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন স্থানীয় শিক্ষা অনুরাগী ব্যক্তি সমাজ সেবক আলহাজ্ব মখলেছার রহমান ঠান্ডা। পরীক্ষায় ভালো ফলাফল করার পরামর্শ মূলক বক্তব্য রাখেন, অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মাওলানা আব্দুল মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন শিক্ষানুরাগী ব্যক্তি আলহাজ্ব শহিদুল ইসলাম সহিদ, শিক্ষক নজরুল ইসলাম, রাশেদুজ্জামান বাবু, সাংবাদিক জুয়েল ইসলাম ও উজ্জল হোসেন ডলার। এসময় উপস্থিত ছিলেন অবসর প্রাপ্ত সোনালী ব্যাংক কর্মকর্তা আলহাজ্ব আমজাদ হোসেন, স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম (আলম)। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন মোশারফ হোসেন, কবিরুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, বজলুর রহমান, আনিছার রহমান, তোজাম্মেল হক, সাজ্জাদ হোসেন, ধলু সরদার সহ শিক্ষার্থী অভিভাবক বুন্দ। অনুষ্ঠান ও দোয়া পরিচালনা করেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মাওলানা আলহাজ্ব আহসান হাবিব।