fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুর সমাজসেবক আপেল আলী খান এর সহর্ধমিনীর ২য় মৃত্যু বার্ষিকী পালিত

বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও উপজেলা পল্লী চিকিৎসক সমিতির সভাপতি সমাজসেবক মোঃ আফরোজ আলী খান (আপেল) এর সহর্ধমিনী মরহুমা সুরাইয়া বানু (শিরিন) এর ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়। ২য় মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার মালতীনগর চাঁনমারী লিল্লাহ জামে মসজিদে কোরআন খতম শেষে তার নিজ বাসবভনে মরহুমার রুহের মাগফেরাত কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন মালতীনগর চাঁনমারী লিল্লাহ জামে মসজিদের ইমাম মাওলানা শহিদুল ইসলাম সহ মরহুমার স্বামী, ছেলে-মেয়ে, জামাই সহ মরহুমার অন্যান্য আতœীয় স্বজন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

4 − one =

Back to top button
Close