কাহালুতে কমিউনিটি সচেতনতামূলক সভা
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বৃহস্পতিবার বগুড়ার কাহালুর পাইকড় ইউনিয়ন পরিষদে জেলা পুলিশ ও কাহালু থানা পুলিশের যৌথ আয়োজনে বাল্য বিবাহ নিরোধ, ইভটিজিং, মাদকদ্রব্যের কুফল, সন্ত্রাস, জাঙ্গীবাদ ও সামাজিক অবক্ষয় বিষয়ক কমিউনিটি সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। সচেতনতামূলক সভায় সভাপতিত্ব করেন পাইকড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিটু চৌধুরী। কাহালু থানার সেকেন্ড অফিসার ডেভিড হিমাদ্রী বর্মার সঞ্চালনায় উক্ত সচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (গাবতলী সার্কেল) ও বগুড়া জেলা পুলিশের নারী ও শিশু বিষয়ক হেল্প ডেক্রের প্রধান সাবিনা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়ার সহকারি পুলিশ সুপার (নন্দীগ্রাম সার্কেল) আহম্মেদ রাজিউর রহমান, শিক্ষানবীশ সহকারি পুলিশ সুপার রণজয় চন্দ্র মল্লিক, ইউএনএফপিএ এর বগুড়া জেলা প্রতিনিধি তামিমা নাসরিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জিয়া লতিফুল ইসলাম। কমিউনিটি সচেতনতামূলক সভায় অত্র ইউ পির সদস্যবৃন্দ, স্কুলের শিক্ষক/শিক্ষিকা, ছাত্র/ছাত্রী, বিভিন্ন পেশাজীবি ও এলাকার জনসাধারণ, মসজিদের ইমাম সহ প্রায় পাঁচ শতাধিক লোক অংশগ্রহন করেন। সভায় প্রধান অতিথি সামাজিক অবক্ষয় রোধে নারী শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা, যৌন হয়রানি, মাদকদ্রব্যের কুফল সহ জঙ্গীবাদ ও সন্ত্রাস রোধে করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।