সড়কে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : আনোয়ার হোসেন (৪০) নামে সড়কে ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত এক আসামীকে গ্রেফতার করেছে বগুড়ার শাজাহানপুর থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেন শাজাহানপুর উপজেলার আড়িয়া ইউনিয়নের কাঁটাবাড়িয়া উত্তরপাড়া গ্রামের মোজাফ্ধসঢ়;ফর রহমানের পুত্র। বৃহস্পতিবার বিকেলে গ্রেফতারকৃত আসামী আনোয়ার হোসেনকে আদালতে পাঠিয়েছে পুলিশ। এর আগে বুধবার রাতে শাজাহানপুর থানার এসআই শাজাহান আলী, এএসআই আলম ও কনষ্টেবল সুজয় সহ পুলিশের একটি চৌকস টিম ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করেন। এসআই শাজাহান আলী জানান, ২০০৮ সালে চট্রগ্রাম কোতয়ালী থানায় সড়কে ছিনতাই মামলার (মামলা নং-১৭) আসামী ছিল আনোয়ার হোসেন। ২০১৭ সালের ২০ নভেম্বর চট্রগ্রাম অতিরিক্ত মহানগর দায়রা জজ ৪র্থ আদালতে বিজ্ঞ বিচারক আসামী আনোয়ার হোসেনকে ১৩ বছর সশ্রম কারাদন্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। আসামী পলাতক থাকায় চলতি বছরের ৭ আগষ্ট গ্রেফতারী পরোয়ানা জারি করেন। এমতাবস্থায় বুধবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) দারুসসালাম থানা এলাকায় অভিযান চালিয়ে আসামী আনোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে।