দুপচাঁচিয়ায় সিএনজি মালিক সমিতির সদস্যদের মাঝে ঈদ বোনাস বিতরণ
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতি দুপচাঁচিয়া শাখার সদস্যদের মাঝে ঈদ-উল-আযহা উপলক্ষে ঈদ বোনাস প্রদান করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সমিতির কার্যালয়ে এ বোনাস প্রদান করে পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সভাপতি খোরশেদ আলম। এসময় উপস্থিত ছিলেন পশ্চিম বগুড়া সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক এরশাদ শেখ, সাংগঠনিক সম্পাদক সাজেদুল আলম রিপন, সড়ক সম্পাদক পিলু সরদার, দুপচাঁচিয়া শাখার সভাপতি নূর হোসেন ভুট্টু, সহসভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আলম সরদার, সহসম্পাদক নজরুল ইসলাম নুহু, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ সেলিম রেজা, সড়ক সম্পাদক ফরিদ উদ্দীন, দপ্তর সম্পাদক কলিম উদ্দীন, প্রচার সম্পাদক আলমগীর হোসেন, কার্যকরী সভাপতি রেজাউল ইসলাম, কার্যকরী সদস্য আলমগীর হোসেন ভুট্টু প্রমুখ।এ দিন সমিতির ১১৫জন সদস্যদের মাঝে ঈদ বোনাস প্রদান করা হয়।