দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায়(পিএসসি) অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বিদ্যালয় চত্বরে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুর হকের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক জয়নাব বানু ও নূরে নাজমী আক্তার বানুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দুপচাঁচিয়া পৌর মেয়র বেলাল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর সামছুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরে আলম ছিদ্দিকী। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স, পৌর আ’লীগের সাংগঠনিক সম্পাদক জুয়েল রানা, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সহসভাপতি আখতারুজ্জামান তুহিন, সদস্য উম্মে কুলছুম, মাহমুদা খাতুন পপি, অভিভাবক রফিকুল ইসলাম, হোসনে আরা, সহকারী শিক্ষক নাহিদ জোয়ারদার, বিদায়ী শিক্ষার্থী নুসরাত জাহান বুশরা, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী সাফোয়ান সাদিক প্রমুখ। পরে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে প্রবেশপত্র, কলম ও স্কেল প্রদান করেন অতিথিবৃন্দ। শেষে মাওঃ মহিউদ্দিনের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়।