fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আইন পরিপন্থি ভাবে গাছ কর্তনের সত্যতা মিলেছে

বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি  আনোয়ার হোসেন ): বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে আইন পরিপন্থি ভাবে গাছ কর্তনের সত্যতা মিলেছে। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের অপেক্ষা। বিবরণে প্রকাশ আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ে সম্প্রতি প্রধান শিক্ষক কর্তৃক বিদ্যালয়ের প্রায় ২লক্ষ টাকার ৮টি মেহগুণী ও ১টি আম গাছসহ মোট ৯টি জীবন্ত গাছ সরকারি অনুমতি ছাড়াই কর্তন করে। উক্ত ঘটনাটি নিয়ে গত ৫ নভেম্বর ও ৬ নভেম্বর বগুড়া থেকে প্রকাশিত কয়েকটি দৈনিক পত্রিকাসহ অনলাইনে প্রকাশ পাইলে এ ঘটনায় স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তি ও স্থানীয় জনপ্রতিনিধিসহ সচেতন মহলে দেখা দেয় আলোচনা সমালোচনার ঝড়। এর পরিপ্রেক্ষিতে বগুড়া সদর নির্বাহী অফিসার নির্দেশে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমানের নিকট লিখিত ভাবে কৈফিয়ত তলব করেন। প্রধান শিক্ষক কর্তৃক গাছ কর্তনের কৈফিয়ত নির্বাহী অফিসার সন্তোষ জনক না হওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রদান করেন। গত ১১ নভেম্বর (সোমবার) এ ব্যাপারে বগুড়া সদর উপজেলা নির্বাহী অফিসার আজিজুর রহমার জানান, বিদ্যালয়ের গাছ কর্তন বিষয়ে প্রধান শিক্ষক এর জবাব সন্তোষ জনক না হওয়ায় তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষে নিকট নির্দেশ প্রদান করেছেন। উল্লেখ্য যে, আশোকোলা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান কর্তৃক মাঠের দক্ষিণ পার্শ্বের প্রায় ২লক্ষ টাকার ৮টি মেহগুণী ও ১টি আম গাছসহ মোট ৯টি জীবন্ত গাছ সরকারি অনুমতি ছাড়াই নিজের খেয়াল খুশিমত আইন পরিপন্থি ভাবে কর্তন করেছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

3 × two =

Back to top button
Close