বুড়িগঞ্জ বালিকা সরঃ প্রাঃ বিদ্যালয়ে পিএসসি পরীক্ষার্থীদের বিদায়
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩৩ জন পিএসসি পরীক্ষার্থী-২০১৯ এর বিদায় উপলক্ষে প্রবেশ পত্র বিতরণ আলোচনা সভা ও দোয়া খায়ের মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক মুনছুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তোফাজ্জল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ময়েন উদ্দিন, শিক্ষক মুক্তার হোসেন, শিহাব উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন বুড়িগঞ্জ বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুরশিদুল ইসলাম। প্রধান অতিথি অত্র বিদ্যালয়ের পিএসসি পরীক্ষার্থীদের ভালো ফলাফল করার বিষয়ক দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান ও পরীক্ষার উপকরণ শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন। দোয়া পরিচালনা করেন বুড়িগঞ্জ বিলহামলাহাট জামে মসজিদের খতিব ইমাম আব্দুল লতিফ।