ভালো লেখা-পাড়া ছাড়া জীবন মান উন্নয়ন করা যাবে না : অধ্যক্ষ দুলু
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): মঙ্গলবার (১২ নভেম্বর) দুপুরে বগুড়া সদরের নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলের ২৪ জন ৫র্ম শ্রেণির সমাপনী ছাত্র-ছাত্রীদের বিদায়-২০১৯ উপলক্ষে শিক্ষা বিষয়ক আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নামুজা ইসলামী শিশু একাডেমী কেজি স্কুলের প্রধান শিক্ষক আব্দুর রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অত্র স্কুলের প্রতিষ্ঠাতা অবসর প্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক আলহাজ্ব সামছুল হুদা। শিক্ষায় ভালো ফল করা বিষয়ক বক্তব্য রাখেন নামুজা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আলহাজ্ব শহিদুল ইসলাম দুলু এছাড়াও বক্তব্য রাখেন নামুজা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ আশিষ কুমার ভট্টাচার্য, অবসর প্রাপ্ত (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব এবিএম সিদ্দিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিডো’র নির্বাহী পরিচালক রোটাঃ রফিকুল ইসলাম, নামুজা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব হামিদুর রশিদ মানিক, শিক্ষানুরাগী ব্যক্তি মোছাঃ ঝরনা বেগম, নামুজা-বুড়িগঞ্জ প্রেসক্লাবের সাধারণ আনোয়ার হোসেন। অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন শিক্ষানুরাগী ব্যক্তি হোমিও ডাক্তার নজরুল ইসলাম, সুর্য সঞ্চয় সমিতির নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বিদ্যালয়ের সাধরণ সম্পাদক আবুল কাশেম, মকলেছার রহমান, সিদ্দিক খাঁ, মোশারফ হোসেন তালুতদার, আত্তাব উদ্দিন সহ অনেকে।