বগুড়ার শাজাহানপুরে অগ্নিকান্ডে ক্ষতিক্ষস্ত পরিবারের মাঝে এমপির সহায়তা প্রদান
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে বিদ্যুতের সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে আব্দুল খালেক (৬৫) নামে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ভম্মিভূত হওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ প্রদান করেছেন বগুড়া-০৭ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু। বুধবার দুপুরে এমপির প্রতিনিধি হিসেবে তাঁর জামাই সোহানুর রহমান ওরফে মোসলেম ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ পাঁচ হাজার টাকা প্রদান করেন। পরবর্তিতে পাঁচ বান্ডিল ঢেউটিন ও পনের হাজার টাকা সহায়তার আশ্বাস প্রদান করেন তিনি। এসময় তার সাথে ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব ভিপি এম সুলতান আহমেদ, উপজেলা যুবলীগের সহ সভাপতি নজরুল ইসলাম, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত প্রমুখ।
প্রসঙ্গতঃ গত রোববার দিবাগত গভীর রাতে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের জালশুকা উত্তরপাড়ার মৃত ছফুতুল্লাহ প্রামানিকের পুত্র আব্দুল খালেকের বসতবাড়িতে বৈদ্যুতিক সটসার্টিক থেকে আগুনের সূত্রপাত হয়ে ২টি টিনের ঘর, ঘরের আসবাবপত্র, নগদ টাকা, ২টি গরু ও হাঁস, মুরগী পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। এতে করে ছয় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।