বগুড়ার শাজাহানপুরে মোহনা টিভি’র ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বগুড়ার শাজাহানপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মোহনা টেলিভিশন লিমিটেডের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে রোববার সকালে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একপি র্যালী বের হয়ে ঢাকা-বগুড়া মহাসড়ক প্রদক্ষিণ শেষে কেক কর্তন অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহমুদা পারভীন, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হেফাজত আরা মিরা, উপজেলা সমবায় কর্মকর্তা ফাতেমাতুজ জোহরা, পল্লী উন্নয়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হাসেম আলী, সহকারী প্রোগ্রামার (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অদিদপ্তর) মোস্তাফিজুর রহমান, সাংবাদিক শাহাদত হোসেন, জিয়াউর রহমান, শাহীন আলম, গোলাম আযম শামীম, একেএম জাকারিয়া আলম রাজু, মুঞ্জুরুল করিম রিপন, শাহ্ধসঢ়; আলম, আনোয়ার হোসেন, দুলাল হোসেন, শরিফুল ইসলাম পান্না, জাতীয় মানবাধিকার ইউনিটি শাজাহানপুর উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমান তোফা, সৈয়দ মনির হোসেন ময়না, আবু জাফর জাগরনী, রাসেল আহম্মেদ প্রমূখ।