বগুড়ার শাজাহানপুরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : বিভিন্ন কর্মকসূচির মধ্য দিয়ে বগুড়ার শাজাহানপুরে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। এউপলক্ষ্যে রোববার সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনিরের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব ভিপি এম সুলতান আহমেদ, সাধারন সম্পাদক প্রভাষক সোহরাব হোসেন ছান্নু, সাবেক সভাপতি ইমরান হোসেন, সিনিয়র সহ সভাপতি আলী ইমাম ইনোকী, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক বাদশা আলমগীর, সাংগঠনিক সম্পাদক আসাদ্ধুসঢ়;জজামান লিটন, দপ্তর সম্পাদক আরীফ আজাদ পলাশ, সদস্য শাহাদত হোসেন, আপেল মাহমুদ, খোট্টাপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রেজাউল করিম মহব্বত, যুবনেতা মনিরুজ্জামান মনির, আল আমিন, মিলন প্রমুখ।