বগুড়া জেলার সংবাদবগুড়া সদরসাহিত্য
বগুড়া লেখক চক্রের ৮১৬তম পাক্ষিক সাহিত্য আসর অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): বগুড়া লেখক চক্রের ৮১৬তম পাক্ষিক সাহিত্য আসর গত শুক্রবার সন্ধ্যায় পৌরপার্কে অনুষ্ঠন হয়। আসরে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কবি ইসলাম রফিক। আসরে শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা কবি শিবলী মক্তাদির। কবিতা পাঠ ও কবি সম্মলনের আলোচনায় অংশগ্রহণ করেন সহ-সভাপতি হাবীবুল্লাহ জুয়েল, সাধারণ সম্পাদক কামরুন নাহার কুহেলী, গণ সংযোগ সম্পাদক প্রতত সিদ্দিক, আসর পরিচালনা সম্পাদক এস এম আনিছুর রহমান, অর্থ সম্পাদক আল আমিন মোহাম্মদ, নির্বাহী সদস ̈ মোঃ আব্দুল মতিন, সজীব মাহমুদ, সাফওয়ান আমিন, এফ এম কাওসার আলী।