ধুনটে যুবলীগ নেতা সহ গ্রেফতার ৩
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটে ২ বোতল ফেন্সিডিল সহ এক মাদক ব্যবসায়ী ও গ্রেফতারী পরোয়ানামুলে যুবলীগ নেতা সহ আরো দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- ধুনট হাসপাতালপাড়া এলাকার আমজাদ হোসেনের ছেলে ফার্মেসি ব্যবসায়ী শামীম আকতার (৩৮), গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকারের ছেলে উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলিম আল রাজি বুলেট (৪২) ও পীরপাটি গ্রামের আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর হোসেন (৪৫)। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন জানান, গ্রেফতারকৃদের মধ্যে শামীম আকতারকে দুই বোতল ফেন্সিডিল সহ এবং আলিম আল রাজি বুলেট ও জাহাঙ্গীর হোসেনকে আদালতের গ্রেফতারী পরোয়ানামুলে আটক করা হয়েছে। তন্মধ্যে জাহাঙ্গীর হোসেন এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী ছিল। শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।