বগুড়ার শাজাহানপুরে আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : আগামী ১৫ নভেম্বর বগুড়ার শাজাহানপুর উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা উপলক্ষ্যে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক মাষ্টারের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক তালেবুল ইসলামের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জহুরুল ইসলাম, আব্দুল হামিদ চুরু, নজরুল ইসলাম মাষ্টার, যুগ্ম সম্পাদক জাহিদুল হক আরজু, ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন বাবলু, মিনহাজ উদ্দিন, ফজলুল হক মোল্যা, প্রচার সম্পাদক
আবুল কালাম আজাদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা নেছার উদ্দিন, আব্দুস সাত্তার, খোরশেদ আলম, গাজিউল হক, আব্দুল বারি মন্ডল, আবজাল হোসেন বাচ্চু, আব্দূর রশিদ, জালাল উদ্দিন দুদু, উমর ফারুক, জাহাাঙ্গীর আলম মন্টু, মেহেদী হাসান বাবু, খোকন হাজী, ছানাউল হক প্রমুখ।