আ’লীগে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের স্থান নেই…মজনু
বগুড়া সংবাদ ডটকম ( নন্দীগ্রাম প্রতিনিধি মো: এফএফ সরকার) : গুড়া জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আলহাজ্ব মজিবর রহমান মজনু বলেছেন, সন্ত্রাসী, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ীদের আ’লীগে স্থান নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শুক্রবার বিকেলে নন্দীগ্রাম উপজেলা আওয়ামীলীগ আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলামের সভাপতিত্বে কর্মী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তোফাজ্জল হোসেন দুলু, রেজাউল করিম মন্টু, যুগ্ম-সাধারন সম্পাদক রাগেবুল হাসান রিপু, টি জামান নিকেতা, মঞ্জুরুল আলম মোহন, সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার রায়, আসাদুর রহমান দুলু, উপ-দপ্তর সম্পাদক মাশরাফি হিরো, জেলা আ’লীগ নেতা আনিছুজ্জামান মিন্টু, রুহুল মোমিন তারিক, আনোয়ার হোসেন রানা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ, ভাইস চেয়ারম্যান দুলাল চন্দ্র মহন্ত, আ’লীগ নেতা মুকুল হোসেন, মোরশেদুল বারী, একরাম হোসেন, মখলেছুর রহমান মিন্টু প্রমূখ। কর্মী সভা পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনিছুর রহমান।