আদমদিঘিবগুড়া জেলার সংবাদ
আদমদীঘিতে গ্যাস বড়ি যুবকের মৃত্যু
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহারে বিষাক্ত গ্যাস বড়ি সেবনে মুক্তার হোসেন (৩৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। জানা যায়, সান্তাহার পশ্চিম লকু কলোনীর আবু বক্কর সিদ্দিক এর ছেলে মুক্তার হোসেন গত বৃহস্পতিবার রাতে নিজ শয়ন ঘরে বিষাক্ত গ্যাস বড়ি সেবন করে অসুস্থ্য হয়ে পড়লে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের কাছে নিলে তাকে মৃত ঘেষনা করেন। এ ব্যাপারে সান্তাহার ফাঁড়ি টিএসআই আব্দুল ওয়াদুদ বলেন, পরিবারের কোন অভিযোগ না থাকায় নিহতে ব্যাক্তির লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।