আদমদীঘিতে কমিউনিটি ক্লিনিক পরিদর্শন ও মত বিনিময় সভা
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : কমিউনিটি ক্লিনিক স্বাস্থ্য সহায়তা টাস্ট্রের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) ড. ইউনুস আলী প্রামানিক বৃহস্পতিবার বগুড়ার আদমদীঘি উপজেলার কমিনিউটি ক্লিনিক ও উপজেলা হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শন শেষে উপজেলা হাসপাতালে ডাক্তার ও গন্যমান্যবর্গের সাথে মত বিনিময় করেন। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, আদমদীঘি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু, উপজেলা নির্বাহি অফিসার এ কে এম আব্দুল্লাহ বিন রশিদ, ভাইস চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শদিুল্লাহ দেওয়ান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু রেজা খান, ইউপি চেয়ারম্যান এস এম বেলাল হোসেন, আব্দুল হক আবু, এরশাদুল হক টুলু, আওয়ামীলীগনেতা নাজিমুল হুদা খন্দকার, রফিকুল ইসলাম, সাংবাদি মাহমুদ হোসেন ভোলা, আনোয়ার হোসাইন, ফাহিম হোসেন প্রমুখ। (অতিরিক্ত সচিব) ড. ইউনুস আলী প্রামানিক বলেন, বিএনপি সরকারের আমলে কমিনিউটি ক্লিনিক গুলো বন্ধ করে দেয়। বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এ গুলো চালু করেন এবং পরবর্তীতে যেন বন্ধ করে দিতে না পারে সেই জন্য কমিনিউটি ক্লিনিক ট্রাস্ট্রের আওতায় নিয়ে আসেন।