ধুনটে সীমানা নিয়ে বিরোধে পল্লী চিকিৎসকের বাড়ি ভাংচুর
বগুড়া সংবাদ ডট কম (ধুনট প্রতিনিধি ইমরান হোসেন ইমন) : বগুড়ার ধুনটের গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরি গ্রামে সীমানা নিয়ে বিরোধের জের ধরে আইয়ুব আলী নামে এক পল্লী চিকিৎসকের বাড়ি ভাংচুর করেছে প্রতিপক্ষ। এঘটনায় আইয়ুব আলী বাদি হয়ে ধুনট থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ ও স্থানীয়সূত্রে জানাগেছে, গোসাইবাড়ি ইউনিয়নের পশ্চিম গুয়াডহুরি গ্রামের আফজাল হোসেনের ছেলে আইয়ুব আলী ২০০৭ সালে একই গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে তোতা মন্ডলের কাছ থেকে পৌনে তিন শতক জমি ক্রয় করেন। গত চার মাস আগে আইয়ুব আলী ওই জমিতে পাকা বাড়ি নির্মাণ করেন। বৃহস্পতিবার বাড়ির চালা লাগানোর সময় প্রতিপক্ষরা অতর্কিভাবে হামলা চালিয়ে আইয়ুব আলীর বাড়ির চালা ও ফ্রেম ভাংচুর করে। পল্লী চিকিৎসক আইয়ুব আলী বলেন, আমার বাড়ির দক্ষিনপার্শ্বে গোসাইবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক লুৎফর রহমানের ভগ্নিপতি নূরু মন্ডল অনেক বছর আগেই দোকানঘর নির্মান করেছেন। আর আমি চার মাস আগে জমি মেপে পাকা বাড়ি নির্মান করেছি। কিন্তু বাড়ির চালা লাগানোর সময় নূরু মন্ডলের পক্ষ নিয়ে লুৎফর রহমান বাড়ির সীমানা নিয়ে বিরোধ সৃষ্টি করে। অথচ তারাই আমার ক্রয়কৃত জমি দখল করে আগেই ঘর নির্মান করেছে। বৃহস্পতিবার পশ্চিমগুয়াডহুরি গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান, একই গ্রামের মৃত বিলাত মুন্সির ছেলে মোজাহার আলী, মৃত মজির উদ্দিনের ছেলে আব্দুল খালেক, ফজর আলী ও খোকা মিয়া সহ ১০/১২ জন ব্যক্তি অতর্কিতভাবে হামলা চালিয়ে নবনির্মিত বাড়ির চালা ভাংচুর করেছে। তবে এবিষয়ে আওয়ামীলীগ নেতা লুৎফর রহমান বলেন, আমার ভগ্নিপতি নূরু মন্ডলের জায়গা পেঁচিয়ে আইয়ুব আলী বাড়ি নির্মান করেছে। তাই তাকে বাড়ির কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। তবে তার বাড়ি ভাংচুরের কোন ঘটনা ঘটেনি বলে তিনি দাবি করেন। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন বলেন, এবিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে