শেরপুরে “যমুনা ঈদ ফ্রিজ মেলা” ১ ফ্রিজ কিনে পেল আরেকটি ফ্রি
বগুড়া সংবাদ ডট কম (শেরপুর প্রতিনিধি কামাল আহমেদ) : দেশের স্বনামধন্য প্রতিষ্ঠান যমুনা ইলেকট্রনিক্স এন্ড অটোমোবাইলস লিঃ এর “যমুনা ঈদ ফ্রিজ মেলায়” ফ্রিজ কিনে রেজিষ্ট্রেশনের মাধ্যমে বগুড়ার শেরপুরে সৌভাগ্যবান মাসুদ রানা একটি ফ্রিজ কিনে আরেটি ফ্রিজ ফ্রি পেয়েছেন।
জানাযায়, (৫ আগষ্ট) বিকাল ৬টায় শেরপুর বাসষ্ট্যান্ডে অবস্থিত এস. এম মাহির ইলেকট্রনিক্স শো-রুম থেকে শাহবন্দেগী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের শেরুয়া দহপাড়া গ্রামের সুরুজ্জামানের ছেলে মাসুদ রানা ১টি ফ্রিজ ক্রয় করলে তাকে ঈদ ফ্রিজ মেলার এ্যাপের মাধ্যমে অনলাইলে রেজিঃ করলে তাকে ফিরতি এসএমএস এর মাধ্যমে ফ্রি ফ্রিজটি পেয়েছেন তা জানিয়ে দেওয়া হয়। এস. এম মাহির ইলেকট্রনিক্স সত্ত্বাধিকারী মোঃ মানিক শেখ বিজয়ী মাসুদ রানার হাতে ফ্রি ফ্রিজটি তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন, শাহবন্দেগী ইউনিয়নের ৮নং ওয়ার্ড মেম্বর শাহাজামাল আকন্দ, শেরপুর শহর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৌরভ আহম্মেদ সুমন, শাহবন্দেগী ইউনিয়নের ছাত্রলীগের সভাপতি ফজলুল হক।