দুপচাচিঁয়াবগুড়া জেলার সংবাদ
দুপচাঁচিয়ায় গ্রামীণফোনের ৫৯টাকা রিচার্জে ১টি ওয়ালটনের বাল্ব ফ্রি কার্যক্রমের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) :বিদ্যুৎ সাশ্রয়কল্পে গ্রামীণফোন ও ওয়ালটন এর উদ্যোগে গ্রামীণফোনের ৫৯টাকা রিচার্জে ১টি ওয়ালটনের বাল্ব ফ্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার বিকালে দুপচাঁচিয়া উপজেলার সিও অফিস রোডস্থ আল্লাহরদান ইলেকট্রিক দোকানে এ কার্যক্রমের উদ্বোধন করেন সদর ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হোসেন তোজাম। এসময় উপস্থিত ছিলেন ওয়ালটন এর দুপচাঁচিয়া এলাকার সুপারভাইজার রনি, গ্রামীণ ফোনের সুপারভাইজার আনোয়ার হোসেন, মৎস্য ব্যবসায়ী শাহীদুর রহমান কয়েন, চামড়া ব্যবসায়ী হাসান আলী, আল্লাহরদান ইলেকট্রিক এর স্বত্বাধিকারী গোলাম রব্বানী প্রমুখ।