fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর প্রতি সকলের সু-দৃষ্টি দেওয়া উচিত ——এম পি আলহাজ্ব মোশারফ হোসেন

বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : কেন্দ্রীয় জিয়া শিশু কিশোর পরিষদের সহ- সভাপতি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয় এর সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও বগুড়া-৪, কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মোঃ মোশারফ হোসেন বলেন, ধর্মীয় প্রতিষ্ঠান গুলোর প্রতি সকলের সু-দৃষ্টি দেওয়া উচিত। তিনি লোহাজাল দাখিল মাদ্রাসার একাডেমিক ভবন নির্মাণ ও সার্বিক সহযোগীতার আশ্বাস প্রদান করেন বৃহস্পতিবার রাতে অত্র মাদ্রাসার আয়োজনে ৪৪ তম বার্ষিক ইসলামী জালসায় প্রধান অতিথির বক্তব্যে। ইসলামী জালসায় সভাপতিত্ব করেন কাহালুর লোহাজাল দাখিল মাদ্রাসার সভাপতি ও বিবিরপুকুর শাহ্ধসঢ়; সুলতান শাহ্ধসঢ়; জালাল মৎস্য বীজাগার এর প্রোপ্রাইটর ও জাতীয় রুপ্য ও স্বর্নপদক প্রাপ্ত বিশিষ্ট মৎস্যচাষী আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম। অত্র মাদ্রাসার সুপার এ বি এম আবু হাসান দেওয়ান এর সঞ্চালনায় উক্ত ইসলামী জালসায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া জেলা ছাত্রলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ), নারহট্র ইউ পির সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মাওঃ মোঃ শহীদুল্লাহ, কাহালু পৌর বিএনপির আহবায়ক দেলোয়ার হোসেন (বাদল), কাহালু উপজেলা বিএনপির সাবেক আহবায়ক হুমায়ন কবির খোকা, সাবেক সদস্য সচিব অধ্যক্ষ রফিকুল ইসলাম, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মোমিন, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ তালুকদার, বিএনপিনেতা আব্দুল মান্নান তালুকদার (পুটু)। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাহালু-নন্দীগ্রাম এলাকার সংসদ সদস্যের ছোট ভাই জামাল হোসেন, নারহট্র ইউ পি সদস্য আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী, সহিদুল ইসলাম, বিএনপিনেতা আব্দুল করিম, ইব্রাহীম আলী, মিন্টু, ইদ্রিস আলী। ইসলামী জালসায় প্রধান বক্তা হিসেবে ওয়াজ ফরমান ভারতের ২৪ পরগনা বসিরহাট দিঘিরপাড় খিদিরপুর জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওঃ আবুল কালাম আজাদ। দ্বিতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান শিবগঞ্জ উপজেলার পীরবের আলহাজ্ব আলতাফ বিন্ধসঢ়; বছির। তৃতীয় বক্তা হিসেবে ওয়াজ ফরমান ইসলামী সংস্কৃতিক সনদপ্রাপ্ত লোহাজাল গ্রামের উদীমান তরুন বক্তা হযরত মাওঃ মোঃ আব্দুল হান্নান জিহাদী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

four × two =

Back to top button
Close