দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও কেক কর্তন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়ায় উপজেলা প্রেসক্লাবের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার দুপুরে ক্লাব কার্যালয়ে আলোচনা ও কেক কর্তন অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স এর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক আবু কালাম আজাদের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিতির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন সাংবাদিক এম, সরওয়ার খান, উপজেলা প্রেসক্লাবের সহসভাপতি প্রভাষক শহীদুর রহমান, আলহাজ্ব কামরুল হাসান লিটন, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, কোষাধ্যক্ষ অরবিন্দ কুমার দাস, সাংগঠনিক সম্পাদক এম,ডি শিমুল, দপ্তর সম্পাদক মোসফিকুর রহমান সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু রায়হান চৌধুরী, সাহিত্য সম্পাদক গোলাম মুক্তাদির সবুজ প্রমুখ। এসময় ক্লাবের সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।