বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ
শিবগঞ্জে ইট বোঝাই ট্রাক দূর্ঘটনায় শিশু সহ আহত ৩
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : বগুড়া শিবগঞ্জে ইট বোঝাই ট্রাক দূর্ঘটনায় শিশুসহ ৩ জন আহত হয়েছে। বুধবার সকাল ৯টার সময় বগুড়া শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামলা টু মাঝিহট্ট সড়কে ইট বোঝায় একটি ট্রাক যার নাম্বার (বগুড়া -ড-১১-০২৮৩) দামগাড়া উচ্চ বিদ্যালয়ে যাবার পথে উত্তর ছাতড়া গ্রামে জনৈক আব্দুর রহিম নাজেমের বাড়ীর সামনে গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে স্থানিয় একটি এনজিও এর প্রাচীর ও ঘর ভেঙ্গে গর্তে পড়ে দূর্ঘটনায় এক মহিলা ও দুই শিশু সহ তিনজন আহত হয়েছে। জানা যায়, আহত হলেন ছাতড়া গ্রামের মৃত আফছার আলীর মেয়ে রুটি বিক্রতা মোছাঃ সাজেদা বেগুম (৫৫) মোঃ নাজেমের ছেলে মোঃ শাকিব (৭) মোঃ আতাউরের ছেলে মোঃ নাজমুল হোসেন (৬) আহতদের বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে, দুর্ঘটনার স্থান পরিদর্শন করেন শিবগঞ্জ থানার এসআই আবু সাঈদ পুলিশ।