আদমদীঘিতে যৌনপীড়ন মামলায় গ্রেফতার-১
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘিতে এক প্রবাসীর স্ত্রীকে যৌনপীড়ন করার ঘটনায় থানায় মামলা। সোমবার সকালে পুলিশ রবিউল ইসলাম আকাশ কে গ্রেফতার করেছে। রবিউল ইসলাম উথরাইল উত্তরপাড়ার সাইদুল ইসলামের ছেলে। মামলা সুত্রে জানা যায়, আদমদীঘির ইন্দইল গ্রামের মালোশিয়া প্রবাসী আব্দুল্যাহ আল কাফির স্ত্রী মদিনা খানম দিনা কে উথরাইল গ্রামের সাইদুলের ছেলে রবিউল ইসলাম আকাশ প্রায় কু-প্রস্তাব দিয়ে আসতো কু-প্রস্তাবে রাজি না হওয়ায় দিনা ও তার মেয়ের ক্ষতি করবে বলে হুমকি দেয় রবিউল। গত ৫ জুলাই দিনা কে একা পেয়ে রবিউল ঝাপটে ধরে দিনা চিৎকার দিলে সে পালিয়ে যায়। এরপর গত ৩ নভেম্বর সকালে দিনা সান্তাহার বাজারে সবজি কিনে বাড়ীতে ফিরার সময় চার্জার গাড়ীতে উঠে বসে এ সময় একই অটোচার্জার গাড়ীতে রবিউল উঠে বসে। রাস্তার মধ্যে বিভিন্ন অশ্লীল কথা বার্তা বলে। দিনা চর্জার গাড়ী বাড়ীর সামনে পৌছলে দিনা দ্রত গাড়ী থেকে পাঁকা রাস্তার উপর নামলে রবিউল সেখানে দিনার হাত ধরে টেনেহিচরে শরীরের বিভিন্ন স্থানে হাত দিয়ে যৌনপীড়ন করে। দিনার চিৎকারে লোকজন এগিয়ে এলে রবিউল দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় আদমদীঘি থানায় নারী ও শিশু দমন আইনে মামলা দায়ের করেন।