আদমদীঘিতে ঝুলন্ত লাশ উদ্ধার
বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার আদমদীঘির ডালম্বা রাস্তার সংলগ্ন গাছ থেকে আব্দুর রাজ্জাক (২৮) নামের এক রং মিস্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। পরিবাররের লোকজন দাবী করেছে তাকে হত্যা
করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে আদমদীঘি থানায় ইউডি মামলা দায়ের হয়েছে। জানা যায়, আদমদীঘির ডালম্বা গ্রামের মৃত আজির উদ্দীনের ছেলে রং মিস্ত্রী আব্দুর রাজ্জাক গত রবিবার রাতে খাওয়া-দাওয়া শেষে স্ত্রী সন্তান নিয়ে ঘুমিয়ে পড়ে। সোমবার ভোরে স্থানীয়রা রাস্তা সংলগ্ন গাছে ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশ কে খবর দেয়। পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লাশ বগুড়া মর্গে প্রেরন করে। রাজ্জাকের ভাই রবিউল ইসলাম জানায়, তার ভাই কোন ভাবে আত্মহত্যা করতে পারে না তাকে হত্যা করে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে। জমিজমা নিয়ে কিছু লোকজনের সাথে বিরোধ জের ধরে বেশ কিছুদিন পূর্বে রাতের বেলাই রাজ্জাক কে পথ রোধ করে মারপিটের ঘটনা ও ঘটানো হয়েছিল। রাজ্জাকের শ্বশুর জানায়, আমার জামাই কে হত্যা করা হয়েছে। সুরতহালকারী অফিসার এস আই সাঈদ বলেন, খবর পেয়ে ঝুলন্ত লাশ উদ্ধার করে বগুড়া মর্গে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রির্পোট হাতে পেলে প্রকৃত কারন জানা যাবে তাকে হত্যা করা হয়েছে নাকি আত্মহত্যা করেছে। তবে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে সে আত্মহত্যা করতে পারে।