সোনালী ব্যাংক লিঃ দুপচাঁচিয়া শাখার নতুন ভবনে স্থানান্তর ও ব্যবসায়িক কার্যক্রমের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : সোনালী ব্যাংক লিঃ দুপচাঁচিয়া শাখার পুরাতন ভবন থেকে নতুন ভবনে স্থানান্তর এবং ব্যবসায়িক কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার সকালে বগুড়া-নওগাঁ সড়কের জেকে কলেজ গেটের সামনে গৌতম সুপার মার্কেটের দ্বিতীয় তলায় প্রধান অতিথি হিসাবে এ ব্যাংক শাখার স্থানান্তরিত কার্যালয়ের উদ্বোধন করেন রাজশাহীর জেনারেল ম্যানেজার’স অফিসের জেনারেল ম্যানেজার আমির হোসেন। উদ্বোধন শেষে বগুড়ার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মতিয়ার রহমান সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য প্রধান অতিথি ছাড়াও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, উপজেলা আ’লীগের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান সেলিম, উপজেলা বণিক সমিতির সভাপতি আলহাজ্ব সামছুদ্দিন আহম্মেদ, দুপচাঁচিয়া চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রাজ্জাক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যাংক শাখার সিনিয়র প্রিন্সিপাল অফিসার এএসএম মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক রানা, চাউল কল মালিক সমিতির সভাপতি মোবারক হোসেন, ডাঃ নির্মলেন্দু চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, ভবনের মালিক ব্যবসায়ী গৌতম বসাক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করে ব্যাংকের অফিসার আইটি আশরাফুল আলম।