দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের কনক্রিট পিচের উদ্বোধন
বগুড়া সংবাদ ডট কম (দুপচাঁচিয়া প্রতিনিধি আবু রায়হান) : দুপচাঁচিয়ায় মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের উদ্যোগে কনক্রিট পিচের
উদ্বোধন করা হয়েছে। গত শনিবার সকালে দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান অতিথি হিসাবে এ পিচের উদ্বোধন করেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য এ্যাড. আলহাজ্ব নুরুল ইসলাম তালুকদার। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, পৌর মেয়র বেলাল হোসেন, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, উপজেলা জাপার সাধারণ সম্পাদক এসএম সাহিদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অসীম কুমার দাস, মুক্তিযোদ্ধা ক্রিকেট ক্লাবের উপদেষ্টা মুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, বেলাল হোসেন, ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি সাংবাদিক আবু কালাম, সাধারণ সম্পাদক খোকন খান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন আপেল প্রমুখ। প্রায় ৬০হাজার টাকা ব্যয়ে এ পিচ নির্মান করা হয়েছে।