শ্রেষ্ঠ সমবায়ী ক্রেষ্ট পেলেন নামুজা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি’র রফিকুল ইসলাম
বগুড়া সংবাদ ডটকম (নামুজা প্রতিনিধি আনোয়ার হোসেন ): গত শনিবার ৪৮ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে বগুড়া
জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ প্রদত্ত শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ক্রেষ্ট প্রদান ও আলোচনা সভা বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে ক্রেষ্ট পেলেন নামুজা মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি লিঃ ও নিডো’র নির্বাহী পরিচালক রোটারিয়ান রফিকুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পরিষদ চেয়ারম্যান ও ভারপ্রাপ্ত সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখা, ডাঃ মকবুল হোসেন, সভাপত্বি করেন সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও বাংলাদেশ আওয়ামী যুবলীগ সভাপতি বগুড়া জেলা শাখা, আমিনুর ইসলাম ডাবলু। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তাপস কুমার পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সমবায় কর্মকর্তা (নিবন্ধন) নুরনবী সহ অনেকে।