fbpx
কাহালুবগুড়া জেলার সংবাদ

কাহালুতে জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : রোববার বগুড়ার কাহালুর চারমাথাস্থ আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে উপজলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ হেলালুর রহমান হেলাল। আলোচনা সভায় বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মান্নান। জেল হত্যা দিবসের আলোচনা সভার বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগষ্টে জাতির জনক বঙ্গবন্ধূ শেখ মুজিবুর রহমান সহ তার স্ব-পরিবারকে নির্মম ভাবে হত্যা করার পর ৭১’র পরাজিত শক্তিরা দেশী এবং আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু করেন । স্বাধীনতার মুল্যবোধ ধবংস করা এবং আওয়ামীলীগকে নেতৃত্ব শূন্য করার লক্ষে ৩ নভেম্বর জেলখানায় বন্দী অবস্থায় জাতীয় ৪ নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ, মন্ত্রীসভার সদস্য কাপ্টেন এম মনসুর আলী এবং এ এইচ এম কামরুজ্জামানকে নির্মম ভাবে হত্যা করে। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এ্যাডঃ রেজাউল হক, সাবেক সাধারণ সম্পাদক ডাঃ আলহাজ্ব আব্দুল হাকিম, সাবেক সাংগঠনিক সম্পাদক মানিক উদ্দিন কবিরাজ, আওয়ামীলীগনেতা আবুল কাশেম, আব্দুল গোফ্ধসঢ়;ফার (করিম), ইসমাইল হোসেন, সামছুদ্দোহা রাবু, আব্দুর রাজ্জাক, শাফিকুল ইসলাম শফিক, জুয়েল, জিয়া, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন, এ্যাডঃ মামুন, উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক শ্রী অঞ্জন কুমার প্রামানিক, পৌর যুবলীগের সহ-সভাপতি আবু বক্কর, রানা, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি রাগিবুল হাসান রাগিব প্রমূখ।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

2 × 3 =

Back to top button
Close