শিবগঞ্জে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে জে.এস.সি-জে.ডি.সি পরীক্ষা শুরু
বগুড়া সংবাদ ডট কম (শিবগঞ্জ প্রতিনিধি রশিদুর রহমান রানা) : সারাদেশের ন্যায় বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জে.এস.সি ও জে.ডি.সি পরীক্ষা শুরু হয়েছে। ২ নভেম্বর শনিবার প্রথম দিনের জে.এস.সি. বাংলা ও জে.ডি.সি কুরআন মাজীদ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কেন্দ্রগুলির মধ্যে গুজিয়া বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭৮৪ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। কেন্দ্র সচিবের দায়িত্বে ছিলেন, প্রধান শিক্ষক সফিকুল ইসলাম, হল তত্ত্ববধানের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাহবুুবুর রহমান। গুজিয়া বালিকা স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৫৭২জন পরীক্ষার্থী অংশ নেয়। কেন্দ্র সচিব ছিলেন, অধ্যক্ষ তোজাম্মেল হোসেন, হল তত্ত্বাবধানে ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা গোলাম রব্বানী। আলিয়ারহাট ডি.ইউ.এস ফাযিল মাদ্রাসা কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ৬১৫ জন। কেন্দ্র সচিব ছিলেন, অধ্যক্ষ আব্দুস সালাম, হল তত্ত্বাবধানে ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার সামিউল ইসলাম। এছাড়াও চৌধুরী আদর্শ মহিলা কলেজে কারিগরি ভোকেশনাল ৪টি কেন্দ্রের পরীক্ষায় অনুষ্ঠিত হচ্ছে। কেন্দ্র সচিবের দায়িত্বে আছেন বেতগাড়ী বিএম কলেজের অধ্যক্ষ আব্দুল আলিম ও কিচক মডেল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোমেনুল ইসলাম লিটন চৌধুরী, হল তত্ত্বাবধায়কের দায়িত্বে ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ ও পল্লী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার শাখা ব্যবস্থাপক আরিফুল ইসলাম। উক্ত ৭টি কেন্দ্রে পরীক্ষাচলাকালীণ ভেতরে ও বাহিরে শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানা গেছে।