সর্বশেষ সংবাদ ::

বগুড়া উত্তরবঙ্গ গরু মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি

বগুড়ায় দুইদিন ব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলায় ১৪ কোটি টাকার গরু বিক্রি হয়েছে।দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা খামারীরা মেলা থেকে ওজন, উচ্চতা এবং গঠন দেখে গরু ক্রয় করেন। এতে সম্পর্ক দৃঢ় হওয়ার পাশাপাশি মেলায় খামারীরা লাভবান হয়েছেন বলে জানান বগুড়া ভান্ডার অ্যাগ্রো ফার্মের স্বত্বাধিকারী ও উত্তরবঙ্গ গরু মেলার প্রধান সমন্বয়ক তৌহিদ পারভেজ বিপ্লব।তিনি বলেন, ‘২১৬টি স্টলে সারে চার শতাধিক গরু মেলায় প্রদর্শনী ও বিক্রির জন্য আনা হয়। শুক্রবার ও শনিবার মেলার দুই দিনে খামারীরা মোট ১৪ কোটি টাকার গরুবিক্রি করেছেন। এটা নিঃসন্দেহে এ মেলার সাফল্য। আমরা আশাবাদী আগামীতেও এ মেলার আয়োজন অব্যাহত থাকবে।’টিএমএসএস বিনোদন পার্কে দুইদিন ব্যাপী বিডিএফএ উত্তরবঙ্গ গরু মেলা শুরু হয়। এতে উত্তরবঙ্গের ১৬টি জেলার খামারীরা বিভিন্ন জাতের গরু, মহিষ, ছাগল, ভেড়া দুম্বা, লুম্বা, শখের বিভিন্ন পোষা প্রাণী নিয়ে মেলায় অংশগ্রহণ করেন। মেলার ২য় দিনে সকালে খামারীদের নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়। বিকালে আবারও শুরু হয় গরুর র‌্যাম্প শো। র‌্যাম্পে গান এবং বিভিন্ন লাইটের আলোর মধ্যে গরুকে হাঁটানো হয়। হাটার সময় সাথে থাকা গরুর মালিকেরা তাদের গরুর জাত, বয়

Check Also

কাহালুতে কৃষকদের মাঝে লিফলেট বিতরণ অব্যাহত

বগুড়া সংবাদ : বগুড়ার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মো. মতলুবর রহমান বিপিএএ এর সার্বিক …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *