fbpx
বগুড়া জেলার সংবাদশিবগঞ্জ

বগুড়া বাঘোপাড়া কলেজে ৩ জন ভুয়া পরীক্ষার্থী সহ আটক ৪, থানায় মামলা

বগুড়া সংবাদ ডটকম (মহাস্থান প্রতিনিধি এস আই সুমন) : শনিবার বগুড়া সদরের গোকুল ইউনিয়নের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল এন্ড কলেজে ৯ম শ্রেণীর (ভকেশনাল) বোর্ড সমাপনী পরীক্ষায় অংশ গ্রহনের সময় ৩ জন ভুয়া পরীক্ষার্থী ও একজন ম্যানেজিং কমিটির সদস্য সহ আটক – ৪, সহ তাদের আরও ৪ সহযোগীদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের। কলেজের অধ্যক্ষ আবু মোহাম্মাদ সুফিয়ান জানান, শনিবার ভকেশনাল ৯ম শ্রেণীর সমাপনী বোর্ড পরীক্ষার বাংলা প্রথম পত্র ছিল। সে পরীক্ষায় বগুড়ার পৌর পলেটেকনিক স্কুল এন্ড বিএম কলেজের ৩ জন শিক্ষার্থীর পরিবর্তে বগুড়ার বিআইআইটি টেকনিক্যাল কলেজের ৫ম সেমিটারের সিফাত সরদার(২৩)। সে আব্দুর রউফ এর পরিবর্তে যার রোল নং-৫৬৯২৬৫ ও বগুড়ার কাহালু কলেজের জিওগ্রাফির ৪র্থ বর্ষের ছাত্র নাজমুল হোসেন(২২)। সে হাবিবুর রহমান যার রো নং-৫৬৯২৬৩ এর পরিবর্তে এবং একই কলেজের একই বিভাগের নাজমা খাতুন(২২)। সে সনি খাতুন যার রোল নং ১৫৪৩৮৫এর পরিবর্তে পরীক্ষা দিতে গেলে কলেজের ২০৫ নং কক্ষের দায়িত্ব রত ২ জন হল পরিদর্শক তাদের বিষয়ে সন্দেহ হলে কেন্দ্র সচিব ও কলেজের অধ্যক্ষকে বিষয়টি জানান পরে অধ্যক্ষ সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমানকে অবহিত করলে তারা ঐ ভুয়া শিক্ষার্থীদের আটক করে। তাদের স্বীকার উক্তিতে সত্যতা পেয়ে কেন্দ্র সচিবকে বাদী করে ঐ কলেজের দাতা সদস্য রুহুল আমিন ও আরও ৪ জনকে আসামী করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য সদর থানায় প্রেরণ করেন। এব্যাপারে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান পৌর পলেটেকনিক স্কুল এন্ড বিএম কলেজের আমি নাকি সভাপতি? সে কলেজ সম্পর্কে আমার জানা নেই। এঘটনায় সে কলেজের এমপিও বাতিলের ব্যাপারে উর্ধ্বতন কর্মকর্তাকে চিঠির মাধ্যমে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করব। আামার কাছে অন্যায়ের কোন স্থান নেই।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten − 4 =

Back to top button
Close