বগুড়া জেলার সংবাদশাজাহানপুর
শাজাহানপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত
বগুড়া সংবাদ ডট কম (শাজাহানপুর প্রতিনিধি জিয়াউর রহমান) : ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ার শাজাহানপুরে জাতীয় সমবায় দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে শনিবার সকালে পতাকা উত্তোলন, বর্নাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মোছা: মাহ্ধমুদা পারভীনের সভাপতিত্বে দিনব্যাপি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান প্রভাষক সোহরাব হোসেন ছান্নু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি এম সুলতান আহম্মেদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক তালেবুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় কর্মকর্তা কাজী ফাতেমা-তুজ-জোহরা। আলোচনা সভা শেষে শ্রেষ্ঠ সংগঠন ও সংগঠকদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। শ্রেষ্ঠ সংগঠন হিসেবে লিচুতলা মানব কল্যাণ ঋণদান ও সমবায় সমিতি পুরস্কৃত হয়।