বগুড়ায় ব্রাকের শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা হালকা প্রকৌশল শিল্পের স্থায়ীত্বশীলতার জন্য উদ্যোগ অব্যাহত রাখা উচিত
বগুড়া সংবাদ ডট কম : সরকার দক্ষতা উন্নয়নের মাধ্যমে হালকা প্রকৌশল খাতের ক্ষুদ্র ও কুটির শিল্পের বিকাশ ও দক্ষ জনশক্তি তৈরীতে তাদের সক্ষমতা বৃদ্ধির জন্য নানাবিধ কর্মসূচি গ্রহন করেছে । এখানে ব্র্যাক অগ্রণী ভূমিকা পালন করছে। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে, ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচি ”প্রো-পুওর গ্রোথ অব রুরাল এন্টারপ্রাইজেস থ্রু সাসটেনেবল স্কিলস ডেভেলাপমেন্ট (প্রোগ্রেস)” দেশের ৪১ টি জেলার ১৫৫ টি উপজেলায় বাস্তবায়ন করছে। হালকা প্রকৌশল শিল্পের স্থায়ীত্বশীলতা আনার জন্য এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্ব আরোপ করেছেন এ খাতের বিশিষ্টজনেরা। উক্ত প্রকল্পের কার্যক্রম, বাস্তবায়নের বাধা ও শিখন সমূহ সম্পর্কে অবহিতকরন এবং ভবিষ্যতে করনীয় সম্পর্কে প্রকল্পের প্রত্যক্ষ ও পরোক্ষ অংশীজনের সুপারিশ নেয়ার জন্য আজ বুধবার সকাল ১০টায় বগুড়ার শাজাহানপুর উপজেলার বেতগাড়ীস্থ “ব্র্যাক লার্নিং সেন্টার” এ দিন ব্যাপি শিখন অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় স্থানীয় সরকারের প্রতিনিধি, সমাজসেবো অধিদপ্তরের প্রতিনিধি, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধি, যুব ও ক্রিড়া মন্ত্রণারয়ের প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি, বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ও টিটিসি এর প্রতিনিধি, হালকা প্রকৌশল শিল্পের সাথে জড়িত বিভিন্ন সংগঠনের প্রতিনিধি, ব্যাংক ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধি ও প্রোগ্রেস প্রকল্পের প্রত্যক্ষ উপকারভোগী হালকা প্রকৌশল শিল্প মালিক, প্রশিক্ষণার্থী ও স্থানীয় বাজার কমিটির সদস্যেরা অংশ নেন।কর্মশালায় বিশেষ বক্তাগণ হালকা প্রকৌশল শিল্পে অর্থের প্রবেশিধিকার, দক্ষ মানবসম্পদ তৈরি ও সামাজিক অন্তর্ভূক্তি বিষয়ে অলোচনা করেন এবং এ শিল্পের স্থায়ীত্বশীলতা ও ভবিষ্যতে করনীয় সম্পর্কে দিক-নির্দেশনা প্রদান করেন। উক্ত কর্মশালায় অংশীজন ও সুবিধাভোগীগণ প্রোগ্রেস প্রকল্পের কার্যক্রমকে ইউরোপিয় ইউনিয়ন ও ব্র্যাকের ব্যাতিক্রমি উদ্যোগ বলে আখ্যায়িত করেন এবং হালকা প্রকৌশল শিল্পের স্থায়ীত্বশীলতা আনয়নের জন্য এই ধরণের উদ্যোগ অব্যাহত রাখার উপর গুরুত্বারোপ করেন।ব্রাকের প্রোগ্রেস প্রকল্পের ব্যবস্থাপক জায়েদ উন নবীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন প্রকল্পের বগুড়ার ফিল্ড টেকনিক্যাল অফিসার বিরন্ধসঢ়;জন রায়। টেকনিক্যাল ম্যানেজার সোহেল রানার পরিচালনায় বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংক বগুড়ার উপমহাব্যবস্থাপক রাশিদা বেগম, ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজিয়া সুলতানা, বিসিক বগুড়ার উপমহাব্যবস্থাপক জাহেদুল ইসলাম, বিটাক বগুড়ার সহকারী প্রকৌশলী আনিসুজ্জামান, য্ধুসঢ়;ব উন্নয়ন কর্মকর্তা বিজয় চন্দ্র দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা তানজিমা আক্তার , প্রোগ্রেস , ব্রাকের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন স্পেশালিষ্ট রন্ধিসঢ়;জত ভট্রার্চ্যা , ব্রাকের বগুড়া প্রতিনিধি বাবলী সুরাইয়া, ফিল্ড টেকনিক্যাল অফিসার ছাবিলা আফরোজ ও আরজুমান ইসলাম মিতালী প্রমুখ।