কাহালুতে জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : “আসুন, সম্পদ ও ফসল রক্ষায় সস্মিলিতভাবে ইঁদুর নিধন করি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে বৃহস্পতিবার বগুড়ার কাহালু উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে জাতীয় ইঁদুর নিধন অভিযান/১৯ইং এর শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উদ্বোধন ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন কাহালু উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাছুদুর রহমান। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা পরিষদের চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ (সুরুজ)। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাহালু উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আব্দুর রশিদ (লালু), রওশন আকতার। স্বাগত বক্তব্য রাখেন কাহালু উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আখেরুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাহালু উপজেলা প্রানীসম্পদ অফিসার ডাঃ মোঃ মোশারফ হোসেন, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ জাহিদ হাসান, কৃষি সম্প্রসারণ অফিসার ধীমান ভূষন প্রমূখ। আলোচনা সভায় সঞ্চালক ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার তপন কুমার রায়।