কাহালুবগুড়া জেলার সংবাদ
কাহালুতে সড়ক দুর্ঘটনায় নিহত অজ্ঞাতনামা যুবককের লাশ উদ্ধার
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বৃহস্পতিবার ভোরে কাহালু থানা পুলিশ বগুড়া- নওগাঁ মহাসড়কের কাহালু উপজেলার পাগলাপীর এলাকায় রাস্তার উপর থেকে দুর্ঘটনায় নিহত এক অজ্ঞাতনামা (২০) যুবককের মস্তক বিকৃতি লাশ উদ্ধার করেন। তার পড়নে কমলা রংয়ের হাফহাতা গোঞ্জি ও আকাশী রংয়ের পুরাতন প্যান্ট রয়েছে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন অজ্ঞাতনামা যুবককের লাশ উদ্ধার মর্গে পাঠানো হয়েছে এবং লাশের পরিচয় পাওয়ার চেষ্টা করা হচ্ছে।