কাহালুতে মাদক সেবনে নিষেধ করায় যুবককে চুরিকাঘাত
বগুড়া সংবাদ ডট কম (কাহালু প্রতিনিধি এম এ মতিন) : বগুড়ার কাহালু উপজেলার পাইকড় ইউনিয়নের উত্তর আখরাইল গ্রামে গত বুধবার সন্ধ্যায় মাদক বিক্রি ও সেবনে নিষেধ করায় আনায়ার হোসেন (২৮)কে চুরিকাঘাত করেছে একই গ্রামের সোহাগ (২৫)। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় আনায়ার হোসেনকে প্রথমে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্রে আনা হলে কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। স্থানীয় গ্রামবাসী জানান, আখরাইল গ্রামের আবু বক্কর সিদ্দিকের পুত্র সোহাগ নিজে দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছে এবং এলাকায় মাদক বিক্রি করছে। ইতিপুর্বে বগুড়ার ডিবি পুলিশ সোহাগকে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন। সে প্রায় দুই মাস জেলখানায় ছিলেন। সে মামলায় জামিনে বের হয়ে এসে আবারও এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। একই গ্রামের অছিমুদ্দিনের পুত্র আনোয়ার হোসেন সোহাগকে মাদক বিক্রি করতে নিষেধ করেন। গত বুধবার মাগরিবের নামাজের পূর্বে আনোয়ার হোসেন একই গ্রামের শফিকুলের বাড়ীতে কাজ শেষ করে আড়োলা বাজারে যাওয়ার পথে সোহাগ পিছুন দিক থেকে এসে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। কাহালু থানা অফিসার ইনচার্জ (ওসি) জিয়া লতিফুল ইসলাম বলেন, থানায় অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।