বগুড়া জেলার সংবাদবগুড়া সদর
অবঃ বাংলাদেশ বেতার প্রকৌশলী মোঃ মাহমুদুল আলম এর ইন্তেকাল
বগুড়া সংবাদ ডট কম (খবর বিজ্ঞপ্তি): বগুড়া সদরের লতিফপুরনিবাসী মরহুম আলহাজ্ব মোঃ মোকাররম হোসেন (অবঃ বাংলাদেশ রেলওয়ে গার্ড) এর জ্যেষ্ঠপুত্র মোঃ মাহমুদুল আলম (৭৩) (অবঃ বাংলাদেশ বেতার প্রকৌশলী) গতকাল ২৮/১০/২০১৯ ইং সোমবার বিকাল ৩.২৫টায় বগুড়া ডক্টরস ক্লিনিকে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি তাঁর একমাত্র স্ত্রী ও আত্মীয়স্বজন রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ জামিল মাদ্রাসা মাঠে বা’দ ইশা অনুষ্ঠিত হয় এবং বগুড়া ভাইপাগলা মাজার কবরস্থানে দাফন করা হয় ।