fbpx
আদমদিঘিবগুড়া জেলার সংবাদ

সান্তাহার পৌর যুবদলের উদ্যোগে ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

বগুড়া সংবাদ ডট কম (আদমদীঘি প্রতিনিধি সাগর খান) : বগুড়ার সান্তাহারে রবিবার দুপুরে পৌর যুবদলের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের কার্য্যালয়ে সারাদিন ব্যাপী নানা কর্মসূচীর মধ্যে দিয়ে পালিত হয়। কর্মসূচীর মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান, পবিত্র কোরআন তেলাওয়াত, কেক কাটা, মিষ্টান্ন বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর যুবদলের আহবায়ক মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বক্তব্য রাখেন সান্তাহার পৌর বিএনপির আহবায়ক মজিবর রহমান, আহবায়ক কমিটির সদস্য ও পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, এস এম আখতারুজ্জামান মিঠু, বিএনপির নেতা ইকবাল হোসেন, রেন্টু, চঞ্চল, বেলাল, যুবদল নেতা ও কাউন্সিলর ওয়াহেদুল ইসলাম
ওয়াহেদ, যুবদল নেতা ও কাউন্সিলর সাইফুল ইসলাম খোকন, যুবদল নেতা স্বপন, আলম, ছাত্রদল নেতা লিটন, সোহাগ, লিয়ন, নাবিল প্রমুখ। আলোচনা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি যুবদলের ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + nine =

Back to top button
Close